বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

প্রশ্ন


কল্পনার মাঝে আগলে রাখা প্রেমোময়তা,
সপ্নিল চাহূনির মাঝে এক নিষ্কলঙ্ক হাসি,
ঊচ্ছোল তারুন্যর প্রেমে আজ জাগরিত ধরণী,
নির্মমতার সকল সংজ্ঞা আজ ভুলে গিয়ে,
 বলতে চাই,
      ভালবাসাই কি কভু বাধিয়া মোরে,
ভাসিবে আজ গগনো পানে?

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

সপ্নিল কল্পলোক

‎:: সেই যে আমাকে তুমি জোছনা দেখাতে
কাশবন ঘেরা গাঙ কিনারায় নিয়ে
গেলে, আর আলো-আঁধারের উষ্ণতায়
শ্বাস ঘন পুলক ছোঁয়ায় হৃদয়ে জড়ালে !

আমি মন্ত্রমুগ্ধ হয়ে ঘুমিয়ে গেলাম !
সেই থেকে সারাক্ষণ তোলপাড় শুধু ,
এ কি ভাবছি একাকি বসে কল্পলোকে ;
তা হলে কি ডুবে গেছি ভালবাসা জলে 

কিছু চাওয়া

কিছু চাওয়া


তুই কি আমার সন্ধ্যা বেলার একান্ত এক ভাবনা হবি?
লাল গধুলির শান্ত মায়ার বাধন হারা পাগল হবি?
তুই কি আমার গভী্র রাতের কষ্টো গুলোর সঙ্গি হবি?
দুঃখ গুলো কে আছড়ে ফেলে ভালবাসার গোলাপ হবি?
অভিমানি এক আবদারে অবুঝ শীশুর খেলনা হবি?
আকাশ রাঙ্গা শাড়ির মাঝে আদুরে এক নদী হবি?


লেখা-ফয়সাল ইমরান