তুই কি আমার সন্ধ্যা বেলার একান্ত এক ভাবনা হবি? লাল গধুলির শান্ত মায়ার বাধন হারা পাগল হবি? তুই কি আমার গভী্র রাতের কষ্টো গুলোর সঙ্গি হবি? দুঃখ গুলো কে আছড়ে ফেলে ভালবাসার গোলাপ হবি? অভিমানি এক আবদারে অবুঝ শীশুর খেলনা হবি? আকাশ রাঙ্গা শাড়ির মাঝে আদুরে এক নদী হবি?