বুধবার, ৭ মার্চ, ২০১২

অস্তিত্ত, সেতো এক বিবর্ন মরিচিকা


অস্তিত্ত, সেতো এক বিবর্ন মরিচিকা 
হাজারো অশ্রু স্রোতে তোমার অস্তিত্ত খুজেছি
খুজেছি সুবর্ন বটপির সারিতে,
খুজেছি অজস্র কাকলির বিনম্র ধনিতে
হায় অস্তিত্ত, সেতো এক বিবর্ন মরিচিকা --


ভালোবাসার নিগুঢ় সৌন্দর্য কখনো কী তোমায় ম্লাণ করেছে?
নাকি কখনো বুঝতেই চেষ্টা করনি সেটী কী?
আমিতো কখনই তোমায় আপ্লুতো করিনি  সীয় কষ্টের সীমায়
তবুও এই মন আজও কেন খোজ়ে?
খোজ়ে সেই অস্তিত্ত  যা বিবর্ন মরিচিকা --


আমিতো ভালবাসার নদী কে সাগরে রুপদান করেছিলাম
সেই নদী , যা মিশেছে তোমার আবেগের সীমায়,
বাধাহীন, ক্লেশহীন, প্রত্যাশার পালকিতে যাত্রা করেছে এই মন
এই হৃদয়, এই সপ্নের কুটির -
তবু কেন, এই হৃদয় খোজে সেই অস্তিত্ত
যা এক বিবর্ন মরিচিকা--


অভিমানের যায়গায় তুমি ছিলে আপোষহীন,
মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রাপ্তির যায়গা গুলো ছিলো,
শুধুই বহিঃপ্রকাশের নির্মল আনন্দ,
সুখের সংগা গুলো তুমি যেভাবে আমার হৃদয় এ
বপন করেছিলে , তা এ হৃদয় পরশ পাথরের ন্যায় লালন করেছে।
কিন্তু আজ যখন সুখের সংগা ভুলে যাচ্ছি
তখন এই হৃদয় আবারো খোজ়ে সেই অস্তিত্ত-
যা এখন এক বিবর্ন মরিচিকা ।


লেখা---ফয়সাল ইমরান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন