:: সেই যে আমাকে তুমি জোছনা দেখাতে
কাশবন ঘেরা গাঙ কিনারায় নিয়ে
গেলে, আর আলো-আঁধারের উষ্ণতায়
শ্বাস ঘন পুলক ছোঁয়ায় হৃদয়ে জড়ালে !
আমি মন্ত্রমুগ্ধ হয়ে ঘুমিয়ে গেলাম !
সেই থেকে সারাক্ষণ তোলপাড় শুধু ,
এ কি ভাবছি একাকি বসে কল্পলোকে ;
তা হলে কি ডুবে গেছি ভালবাসা জলে
কাশবন ঘেরা গাঙ কিনারায় নিয়ে
গেলে, আর আলো-আঁধারের উষ্ণতায়
শ্বাস ঘন পুলক ছোঁয়ায় হৃদয়ে জড়ালে !
আমি মন্ত্রমুগ্ধ হয়ে ঘুমিয়ে গেলাম !
সেই থেকে সারাক্ষণ তোলপাড় শুধু ,
এ কি ভাবছি একাকি বসে কল্পলোকে ;
তা হলে কি ডুবে গেছি ভালবাসা জলে
দারুণ হয়েছে।
উত্তরমুছুনধন্যবাদ রুবাই
উত্তরমুছুন