বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

প্রশ্ন


কল্পনার মাঝে আগলে রাখা প্রেমোময়তা,
সপ্নিল চাহূনির মাঝে এক নিষ্কলঙ্ক হাসি,
ঊচ্ছোল তারুন্যর প্রেমে আজ জাগরিত ধরণী,
নির্মমতার সকল সংজ্ঞা আজ ভুলে গিয়ে,
 বলতে চাই,
      ভালবাসাই কি কভু বাধিয়া মোরে,
ভাসিবে আজ গগনো পানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন