নতুন ফিচার নিয়ে
আসছে ফটোশপ সিএস৬ (ভিডিও)
ছবি সম্পাদনার সফটওয়্যার
ফটোশপ সিএস৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেশন। সিএস৬-এর
ফিচারগুলোর তথ্য জানাতেই ‘স্নিক পিক #১’ শিরোনামে ইউটিউবে ভিডিওটি পোস্ট করেছে
প্রতিষ্ঠানটি।
ফটোশপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এ ভিডিওতে অ্যাডোবির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ব্রায়ান ও’নিল হাগিস সিএস৬-এর ‘ক্যামেরা র ৭’ নিয়ে কিছু কাজ দেখিয়েছেন। তিনি কিছু টুল ব্যবহার করে কম আলোয় তোলা আইফেল টাওয়ারের একটি ছবি এডিট করে দেখান। এ টুলগুলো নতুনভাবে যোগ হচ্ছে সিএস ৬-এ।
‘ডার্ক ইন্টারফেস’, ‘রিচ কারসর সাপোর্ট’-এর মতো বেশকিছু নতুন ফিচারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
ফটোশপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এ ভিডিওতে অ্যাডোবির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ব্রায়ান ও’নিল হাগিস সিএস৬-এর ‘ক্যামেরা র ৭’ নিয়ে কিছু কাজ দেখিয়েছেন। তিনি কিছু টুল ব্যবহার করে কম আলোয় তোলা আইফেল টাওয়ারের একটি ছবি এডিট করে দেখান। এ টুলগুলো নতুনভাবে যোগ হচ্ছে সিএস ৬-এ।
‘ডার্ক ইন্টারফেস’, ‘রিচ কারসর সাপোর্ট’-এর মতো বেশকিছু নতুন ফিচারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন