রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২



UNIVERSAL REMOTE CONTROL BY APPLE



প্রযুক্তি জায়ান্ট অ্যাপল সম্প্রতি এমন একধরনের টাচস্ক্রিন রিমোট কন্ট্রোল তৈরি করছে, যা সব ধরনের ডিভাইসের জন্য উপযোগী হবেইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ডিভাইসটির জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি অ্যাপলের পেটেন্ট আবেদনটির শিরোনাম হচ্ছে অ্যাপারেটাস অ্যান্ড মেথড টু ফ্যাসিলিটেট ইউনিভার্সাল রিমোট কন্ট্রোলযুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসের বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া২০১১ সালের ৩০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছে অ্যাপলআবেদনে বলা হয়েছে, ডিভাইসটিতে থাকছে এমন প্রযুক্তির টাচস্ক্রিন, যা ডিসপ্লে স্ক্রিন হিসেবে কাজ করবে এবং ডিভাইসটি ব্যবহারবান্ধব হবে
অ্যাপলের এই টাচস্ক্রিন রিমোট কন্ট্রোলটির প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ডিভাইসটি টেলিভিশন, ভিডিও টেপ প্লেয়ার, ভিডিও ডিস্ক প্লেয়ার, স্টেরিও, হোম কন্ট্রোল সিস্টেম এবং কম্পিউটারেও ব্যবহার করা যাবে
এই রিমোট অ্যাপলের আইটিভির সঙ্গে বাজারে আসতে পারে বলেই প্রযুক্তিবিদেরা ধারণা করছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন