রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

হেলে পড়েছে তাজমহলের মিনার


হেলে পড়েছে তাজমহলের মিনার





সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপত্য ভারতের তাজমহলের একটি মিনার হেলে পড়েছেতাজমহলের পাশে বয়ে যাওয়া যমুনা নদী শুকিয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, তাজমহলের দক্ষিণ-পশ্চিম কোণের মিনারটি গত তিন দশকে ধীরে ধীরে ৩ দশমিক ৫৭ সেন্টিমিটার হেলে পড়েছেভারতের আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল নির্মিত হয়তবে যমুনা এখন নদী শুকিয়ে যাচ্ছে

আগ্রা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক কে এস রানা বলেন, নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় তাজমহলের এই হাল হয়েছেতিনি আরও বলেন, নদীতে পানির ঘাটতি হলে তাজমহলের ওপর টান পড়েএটা প্রাকৃতিক বিষয়আর এই টানের কারণে তাজমহলে বিভিন্ন ফাটল বা মিনার হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছেতাজমহল ভবনটি টিকে থাকার জন্য তার চারদিকে স্থাপিত চারটি মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেমিনারগুলো তাজমহলের ওজনের ভারসাম্য রক্ষা করে 
মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিরক্ষার্থে নির্মিত এই স্মৃতিসৌধের ভিত্তি নির্মাণ করা হয় সেগুন কাঠ দিয়েটেকসই রাখার জন্য এই কাঠকে আর্দ্র রাখতে হয়কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে নাযদিও প্রত্নতাত্ত্বিক জরিপে বলা হচ্ছে, মিনারগুলোর উচ্চতায় খুব একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে নাতার পরও পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভর করছে বিখ্যাত এই মুঘল স্থাপত্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন