রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

SAMSUNG GALAXY S-3


 নতুন গ্যালাক্সি ট্যাব আনছে স্যামসাং




দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং গ্যালাক্সি সিরিজে নতুন একটি ট্যাবলেট আনছেনতুন এই গ্যালাক্সি ট্যাবে ব্যবহার করা হবে ২ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসরপ্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অ্যান্ড মি নতুন গ্যালাক্সি ট্যাব বিষয়ে তথ্য জানিয়েছে
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৩ স্মার্টফোনের সঙ্গে নতুন গ্যালাক্সি ট্যাবের সঙ্গে পরিচয় করিয়ে দেবে স্যামসাং
এদিকে প্রযুক্তিবিষয়ক লেখক টেলর উইম্বার্লি গুগল প্লাসে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নতুন গ্যালাক্সি ট্যাবলেটে প্রথমবারের মতো এআরএম এ১৫ চিপ, ২ গিগাহার্টজ এক্সিনোস ৫২৫০ প্রসেসর ব্যবহূত হবেডিভাইসটির ডিসপ্লের মাপ হবে ১০ ইঞ্চিএতে মালি টি-৬০৪ গ্রাফিকস কার্ডও থাকবেঅ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটির ব্যাটারি ২৪ ঘণ্টা সমর্থন করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন